দাউদের চিকিৎসা সবচেয়ে ভালো ঔষধ কোনটি ?
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
প্রচলিত বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে যেমন এলোপ্যাথি, হোমিওপ্যাথি, হারবাল, ইউনানী, আয়ুর্বেদিক ইত্যাদি পদ্ধতিতে দাউদের চিকিৎসায় ভিন্ন ভিন্ন মেডিসিন ব্যবহার করা হয়। সাময়িক ভালো ফলাফলও পাওয়া যায়। কিন্তু স্থায়ী সমাধান পাওয়া যায় না। কিছুদিন পর আবার দেখা দেয়। তাই দাউদের স্থায়ী সমাধান পেতে হলে একজন ভালো হোমিও বিশেষজ্ঞ ডাক্তার থেকে চিকিৎসা নেয়া প্রয়োজন। লক্ষণ সাদৃশ্য সঠিক ঔষধ নির্বাচন করতে পারলে দাউদের সমস্যা চিরতরে চলে যাবে। সাধারণত দাউদের লক্ষণ অনুসারে যে হোমিও ঔষধ গুলো ভালো কাজ করে তা হল –
১.টেলুরিয়ামঃ সারা শরীরে দাদ হলে, একটি বৃত্তকে ছেদ করে আরেকটি বৃত্ত তৈরী হলে এভাবে সমস্ত শরীর ছড়িয়ে পড়লে এটি অত্যন্ত কা্র্য্করী।
২. ক্যালকেরিয়া কার্ব্ঃ স্ক্রফুলা ধাতুগ্রস্থ মোটা থলথলে যে কোন রোগীর মাথায় দাদ হলে , মোটা মামড়ী পড়লে, হলুদাভ পুজ জন্মিলে তবে এই ঔষধটি উপযোগী।
৩. ব্যারাইটা কার্বঃ গন্ডমালা ধাতুগ্রস্থ শিশুর মাথায় দাদ হলে এবং মাথার চুল ঝড়ে পরলে ব্যাবাইটা কার্ব উপযোগী। এ ছাড়াও গ্রাফাইটিস, পেট্রোলিয়াম, রাসটক্স লক্ষণ বিবেচনায় প্রয়োগ হয়।
তবে অবশ্যই একজন হোমিও চিকিৎসকের পরামর্শে উপরোক্ত মেডিসিন গুলো সেবন করা উত্তম।