প্রতিটি ব্যক্তি সত্ত্বা এক একটি জ্ঞান আর অভিজ্ঞতার ধারক এবং বাহক। সৃষ্টিগতভাবেই মানুষ বৈচিত্রমন্ডিত এবং অনন্য। বিশ্বজগতে যা কিছু আছে, দৃশ্যমান বা অদৃশ্য সবটাই এক অসীম জ্ঞানভান্ডরের খনি। মানুষ এই খনি থেকে তার মেধা, দক্ষতা আর যোগ্যতা দিয়ে এই খনি থেকে জ্ঞান আহরন করে চলেছে। বাংলা ভাষায় উম্মুক্ত জ্ঞান চর্চাকে আরো সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। আমাদের উদ্দেশ্য হল বিশ্বের বাংলা ভাষাবাসীর মধ্যে উম্মুক্ত জ্ঞানকে ছড়িয়ে দেয়া। জানা অজানা সব তথ্য পারস্পরিক শেয়ারের মাধ্যমে আমাদের জানার পরিধিকে আরো বেশি বিস্তৃত করতে পারি। এ লক্ষ্য নিয়েই prosnouttar.com এর যাত্রা।