চকলেট ডে (Chocolate Day) কি? এটা কিসের দিবস?
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
চকলেট ডে হল ভালোবাসার সপ্তাহের (Valentine’s Week) একটি বিশেষ দিন, যা প্রতি বছর ৯ ফেব্রুয়ারি পালিত হয়। এই দিনে মানুষ তাদের ভালোবাসার মানুষ, বন্ধু বা কাছের লোকজনকে চকলেট উপহার দেয়, যা সম্পর্ককে আরও মধুর ও মজবুত করতে সাহায্য করে।
চকলেট ডে মূলত: প্রেমিক-প্রেমিকাদের মধ্যে জনপ্রিয় হলেও, বন্ধুবান্ধব, পরিবার এবং সহকর্মীদের মধ্যেও এটি উদযাপন করা হয়। চকলেট মিষ্টতা ও আনন্দের প্রতীক হওয়ায় এই দিনে চকলেট উপহার দেওয়া মানে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সৌহার্দ্য প্রকাশ করা হয় বলে ধরে নেওয়া হয়।
চকলেট ডে উদযাপনের কিছু উপায়:
চকলেট ডে ভালোবাসার সপ্তাহের তৃতীয় দিন, যা রোজ ডে (৭ ফেব্রুয়ারি) ও প্রপোজ ডে (৮ ফেব্রুয়ারি)-র পর আসে। এরপর টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে এবং শেষমেশ ভ্যালেন্টাইন্স ডে (১৪ ফেব্রুয়ারি) উদযাপিত হয়।
অন্তরালের সত্য কথা: মানুষকে ভোগবাদিতায় অভ্যস্থ করাতেই মুলত: এসব দিবসের ধারণা সৃষ্টি হয়। পশ্চিমা ভোগবাদী বিশ্ব মানুষকে পণ্যের দাস বানাতে এবং মানুষকে ক্রমাগত এক অসভ্য সংস্কৃতিতে নিমজ্জিত করতে এসব দিবসের প্রবর্তন করে। এসব দিবস চর্চার মাধ্যমে নারী পুরুষের শালীন সম্পর্ক থেকে বের করে তাদেরকে অশালীনতার চেতনায় উজ্জীবিত করাই তাদের মূল লক্ষ্য আর পাশাপাশি এসব দিবসকে কেন্দ্র বিশাল অংকের বিশ্ব-বাণিজ্য। তাই সভ্য সমাজের তরুণ তরুণীদের এ ব্যাপারে সচেতনতা অর্জন করা খুবই জরুরী।