Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
এজিথ্রোমাইসিন কোন রোগের ঔষধ ?
Azithromycin (ইংরেজিতে: Azithromycin) ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিত্সা ব্যবহৃত হয়। এটি অনেক ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। ওষুধটি ফুসফুস, ত্বক, কান এবং যৌনবাহিত রোগ যেমনঃ শ্বাসযন্ত্রের অসুস্থতা, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ এর ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।Read more
Azithromycin (ইংরেজিতে: Azithromycin) ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিত্সা ব্যবহৃত হয়। এটি অনেক ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। ওষুধটি ফুসফুস, ত্বক, কান এবং যৌনবাহিত রোগ যেমনঃ শ্বাসযন্ত্রের অসুস্থতা, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ এর ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
algin 50 mg কিসের ঔষধ?
algin 50 mg একটি ব্যথা ও খিঁচুনীনাশক ঔষধ। পরিপাকনালী ও পিত্ততন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যথার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এছাড়াও algin 50 mg পরিপাকনালী, পিত্ততন্ত্র, মূত্রাশয় ও জরায়ুর পেশীর সংকোচন কমায়।
algin 50 mg একটি ব্যথা ও খিঁচুনীনাশক ঔষধ। পরিপাকনালী ও পিত্ততন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যথার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এছাড়াও algin 50 mg পরিপাকনালী, পিত্ততন্ত্র, মূত্রাশয় ও জরায়ুর পেশীর সংকোচন কমায়।
See lessসিমেন্ট কিভাবে তৈরি হয়?
সিমেন্ট একটি গুরুত্বপূর্ণ নির্মাণ সামগ্রী যা বিভিন্ন স্থাপনা এবং নির্মাণ কাজে ব্যবহার করা হয়। এটি মূলত ক্যালসিয়াম, সিলিকা, অ্যালুমিনা, এবং আয়রন অক্সাইড সমৃদ্ধ উপকরণ থেকে তৈরি করা হয়। সিমেন্ট তৈরির প্রক্রিয়া: ১. কাঁচামাল সংগ্রহ: সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল হলো চুনাপাথর (Limestone), যা ক্যালসিযRead more
সিমেন্ট একটি গুরুত্বপূর্ণ নির্মাণ সামগ্রী যা বিভিন্ন স্থাপনা এবং নির্মাণ কাজে ব্যবহার করা হয়। এটি মূলত ক্যালসিয়াম, সিলিকা, অ্যালুমিনা, এবং আয়রন অক্সাইড সমৃদ্ধ উপকরণ থেকে তৈরি করা হয়।
সিমেন্ট তৈরির প্রক্রিয়া:
১. কাঁচামাল সংগ্রহ:
২. কাঁচামালের প্রস্তুতি:
৩. মিলিং:
৪. ক্যালসিনেশন (Calcination):
৫. ক্লিঙ্কার শীতলীকরণ:
৬. গ্রাইন্ডিং (Grinding):
৭. সিমেন্ট প্যাকেজিং:
গ্রাইন্ডিং প্রক্রিয়া শেষে উৎপন্ন সূক্ষ্ম গুঁড়োই হলো সিমেন্ট। এরপর এটি বড় বড় সিলোতে সংরক্ষণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ব্যাগে প্যাকেজ করে বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়।
See lessসব চাইতে বড় লাইব্রেরী পৃথিবীর কোথায় অবস্থিত? আর পুস্তক এর সংখ্যা কতো?
পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি হলো লাইব্রেরি অফ কংগ্রেস (Library of Congress)। ২৪ শে এপ্রিল ১৮০০ সালে এটি আমেরিকার ওয়াশিংটন ডিসি-তে নির্মিত হয়। এই লাইব্রেরী নিজস্ব স্থান এবং বইয়ের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড়। লাইব্রেরি অফ কংগ্রেসে প্রায় ১৭০ মিলিয়নেরও বেশি আইটেম রয়েছে, যার মধ্যে প্রায় ৩৮ মিলিয়নেরও বেশিRead more
পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি হলো লাইব্রেরি অফ কংগ্রেস (Library of Congress)। ২৪ শে এপ্রিল ১৮০০ সালে এটি আমেরিকার ওয়াশিংটন ডিসি-তে নির্মিত হয়। এই লাইব্রেরী নিজস্ব স্থান এবং বইয়ের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড়। লাইব্রেরি অফ কংগ্রেসে প্রায় ১৭০ মিলিয়নেরও বেশি আইটেম রয়েছে, যার মধ্যে প্রায় ৩৮ মিলিয়নেরও বেশি পুস্তক এবং অন্যান্য মুদ্রিত উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে।
এই লাইব্রেরিতে বই, পত্রিকা, পান্ডুলিপি, মানচিত্র, সঙ্গীত, ফটোগ্রাফ, এবং আরো অন্যান্য বহু ধরনের ডকুমেন্ট রয়েছে যা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়েছে। এটি গবেষক, শিক্ষার্থী এবং সাধারণ পাঠকদের জন্য একটি বিশাল তথ্যভান্ডার হিসেবে কাজ করে।
See lessPLC ও PLC প্রোগ্রামিং কি?
Programmable Logic Controller বা PLC হল এমন একটি যান্ত্রিক ডিভাইস যার সাহায্যে অতি সহজেই অন্যান্য যন্ত্র কন্ট্রোল করা যায়। এটি একটি ইন্ডাষ্ট্রিয়াল কম্পিউটার কন্ট্রোল সিস্টেম যা ক্রমাগতভাবে ইনপুট ডিভাইসের অবস্থা পর্যবেক্ষণ করে এবং কন্ট্রোলারের কাস্টম প্রোগ্রামের উপর ভিত্তি করে আউটপুট ডিভাইসের অবস্থRead more
Programmable Logic Controller বা PLC হল এমন একটি যান্ত্রিক ডিভাইস যার সাহায্যে অতি সহজেই অন্যান্য যন্ত্র কন্ট্রোল করা যায়। এটি একটি ইন্ডাষ্ট্রিয়াল কম্পিউটার কন্ট্রোল সিস্টেম যা ক্রমাগতভাবে ইনপুট ডিভাইসের অবস্থা পর্যবেক্ষণ করে এবং কন্ট্রোলারের কাস্টম প্রোগ্রামের উপর ভিত্তি করে আউটপুট ডিভাইসের অবস্থা কি হবে তার সিদ্ধান্ত প্রদান করে।ডিক মর্লি (Dick Morley) ১৯৬৯ সালে প্রথম পি এল সি আবিস্কার করেন, যার মডেল ছিল 084.
See lessক্যামেরার ISO কি?
আমরা জানি সচরাচর ISO হচ্ছে International Organization for Standardization। কিন্তু ক্যামেরায় ব্যবহৃত ISO হল ফিল্ম বা সেন্সরের আলোক সংবেদনশীলতা। একটি মান সম্মত নিখুঁত ছবি তুলতে হলে ক্যামেরায় যে তিনটি ফ্যাক্টরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা হল: ১) অ্যাপারচার (F) ২) শাটার স্পীড ৩) ইমেজ সেন্সরের sensitiRead more
আমরা জানি সচরাচর ISO হচ্ছে International Organization for Standardization। কিন্তু ক্যামেরায় ব্যবহৃত ISO হল ফিল্ম বা সেন্সরের আলোক সংবেদনশীলতা। একটি মান সম্মত নিখুঁত ছবি তুলতে হলে ক্যামেরায় যে তিনটি ফ্যাক্টরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা হল:
১) অ্যাপারচার (F)
২) শাটার স্পীড
৩) ইমেজ সেন্সরের sensitivity(সংবেদনশীলতা) ISO
ISO একটি সাংখ্যিক স্কেল যেটার সাহায্যে আলোর সংবেদনশীলতাকে নিয়ন্ত্রণ করা যায়। যেমন- ৪০০ ISO তে তোলা ছবি ২০০ ISO তে তোলা ছবি অপেক্ষা দিগুণ উজ্জ্বল হবে। মূলত: বিষয়বস্তুর উপর আপতিত আলোর উপর ভিত্তি করে প্রয়োজনীয় ISO এর মান সেট করতে হয়। বিষয়বস্তু অধিক উজ্জ্বল হলে সেখানে কম ISO এবং বিষয়বস্তু কম উজ্জ্বল হলে সেখানে বেশী ISO সেট করতে হয়। অধিক ISO তে তোলা ছবির নয়েজ (noise) বেড়ে যায়। তবে বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতার কারণে সেটি আধুনিক ক্যামেরাগুলিতে অনেকাংশেই কমে এসেছে।
See lessবাংলাদশের সংবিধানের জনক কে?
বাংলাদেশের সংবিধানের স্থপতি বা জনক- ড. কামাল হোসেন।
বাংলাদেশের সংবিধানের স্থপতি বা জনক- ড. কামাল হোসেন।
See lessকোটা আন্দোলনে আবু সাঈদ কত তারিখে শহীদ হন ?
কোটা সস্কার আন্দোলনে আবু সাঈদ ১৬ জুলাই ২০২৪ সালে পুলিশ কতৃক একের পর এক রাবার বুলেটে ক্ষতবিক্ষত হয়ে শহীদ হন।
কোটা সস্কার আন্দোলনে আবু সাঈদ ১৬ জুলাই ২০২৪ সালে পুলিশ কতৃক একের পর এক রাবার বুলেটে ক্ষতবিক্ষত হয়ে শহীদ হন।
See lessব্লগে ভিজিটর বাড়ানোর কৌশল কি?
ব্লগ সাইটে ভিজিটর বাড়ানোর জন্য প্রথমত, যথাযথভাবে SEO এর সম্পুর্ণ ধাপগুলি অনুসরন করে কাজ শুরু করা জরুরী। যেমন: ১. খুব সাধারন এর মধ্যে সুন্দর ডিজাইন দিয়ে সাইটটি তৈরী করা। ২. ভাল সার্চ ভলিওম এবং লো-কম্পিটিটিভ কীওয়ার্ড গুলোকে টার্গেট করে আর্টিকেল লেখা। আর্টিকেলে ইউজারের চাহিদার গুরুত্ব বিবেচনা করে প্রRead more
ব্লগ সাইটে ভিজিটর বাড়ানোর জন্য প্রথমত, যথাযথভাবে SEO এর সম্পুর্ণ ধাপগুলি অনুসরন করে কাজ শুরু করা জরুরী। যেমন:
১. খুব সাধারন এর মধ্যে সুন্দর ডিজাইন দিয়ে সাইটটি তৈরী করা।
২. ভাল সার্চ ভলিওম এবং লো-কম্পিটিটিভ কীওয়ার্ড গুলোকে টার্গেট করে আর্টিকেল লেখা। আর্টিকেলে ইউজারের চাহিদার গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় এবং গুরুত্বপুর্ণ সব তথ্য দিয়ে সমৃদ্ধ করা।
৩. আকর্ষণীয় টাইটেল দেয়া।
৪. সোস্যাল মিডিয়াতে বেশি বেশি শেয়ার এবং একটিভ থাকা।
৫. ভাল ভিজিটির আছে এমন সাইট থেকে কনটেন্ট পাবশিস করার মাধ্যমে ব্যাকলিংক নেয়া। যেমন: quora.com
৬. ……………….
See lessপৃথিবীর সর্বশ্রেষ্ট প্রশ্ন কোনটি?
পৃথিবীর সর্বশ্রেষ্ট এবং সবচেয়ে জটিল প্রশ্নটি হল: আমি কে? আমার উৎস কি এবং গন্তব্য কোথায়? এই প্রশ্নের উত্তর পওয়ার সাধনাই মানব জীবনের সবচেয়ে বড় সাধনা। যিনি এ প্রশ্নের উত্তর খুঁজতে নিজেকে নিমগ্ন রাখেন তিনিই আত্ম-মুক্তির পথ পেয়ে যান। এই প্রশ্নের উৎপত্তি যেসব মানব মনে জাগ্রত হয় তারা নিঃসন্দেহে শুদ্ধ মানবাRead more
পৃথিবীর সর্বশ্রেষ্ট এবং সবচেয়ে জটিল প্রশ্নটি হল: আমি কে? আমার উৎস কি এবং গন্তব্য কোথায়? এই প্রশ্নের উত্তর পওয়ার সাধনাই মানব জীবনের সবচেয়ে বড় সাধনা। যিনি এ প্রশ্নের উত্তর খুঁজতে নিজেকে নিমগ্ন রাখেন তিনিই আত্ম-মুক্তির পথ পেয়ে যান। এই প্রশ্নের উৎপত্তি যেসব মানব মনে জাগ্রত হয় তারা নিঃসন্দেহে শুদ্ধ মানবাত্মা সমৃদ্ধ মানুষ হয়ে থাকেন। তাই জীবনে বেশি বেশি এই শক্তিশালী প্রশ্ন এবং এর উত্তর অন্বেষণের প্রচেষ্টা থাকা উচিৎ।
See less