Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
কলম আবিষ্কার করেন কে?
সর্বপ্রথম বলপেন আবিষ্কার হয় ১৯৮৮ সালে ৩০ অক্টোবর। জন লাউড নামক একজন পত্রিকার এ সম্পাদক সর্বপ্রথম এ কলম আবিষ্কার করেন।
সর্বপ্রথম বলপেন আবিষ্কার হয় ১৯৮৮ সালে ৩০ অক্টোবর। জন লাউড নামক একজন পত্রিকার এ সম্পাদক সর্বপ্রথম এ কলম আবিষ্কার করেন।
See lessকাগজী মুদ্রা আবিষ্কার করেন কে?
সর্বপ্রথম লেনদেন উপযোগী কাগুজে মুদ্রা প্রথম চালু হয় চীনে। ৯৬০ থেকে ১২৭৯ খ্রিষ্টাব্দে চীনের সং সাম্রাজ্যের এ কাগজী মুদ্রার প্রচলন হয়। সম্রাট ঝেনজংয়ের শাসনামলে (৯৯৭ থেকে ১০২২ খ্রিষ্টাব্দ) সিচুয়ান প্রদেশের একদল বণিক মিলে প্রথম কাগজের মুদ্রা ছাপিয়েছিলেন। তখন কাগজে ছাপানো এসব মুদ্রাকে ডাকা হতো জিয়াওজি বRead more
সর্বপ্রথম লেনদেন উপযোগী কাগুজে মুদ্রা প্রথম চালু হয় চীনে। ৯৬০ থেকে ১২৭৯ খ্রিষ্টাব্দে চীনের সং সাম্রাজ্যের এ কাগজী মুদ্রার প্রচলন হয়। সম্রাট ঝেনজংয়ের শাসনামলে (৯৯৭ থেকে ১০২২ খ্রিষ্টাব্দ) সিচুয়ান প্রদেশের একদল বণিক মিলে প্রথম কাগজের মুদ্রা ছাপিয়েছিলেন। তখন কাগজে ছাপানো এসব মুদ্রাকে ডাকা হতো জিয়াওজি বলে।
See lessডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো কি কি ?
আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যিনি কোনও ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন , একই সঙ্গে তিনিই প্রথম আমেরিকার প্রেসিডেন্ট যাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন। নিউইয়র্কের আদালতে ঘুষ কেলেঙ্কারি, ব্যবসায়িক নথি জাল সংক্রান্ত মামলা, ক্যাপিটল হিল সহিংসতায় নির্বাচনেরRead more
আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যিনি কোনও ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন , একই সঙ্গে তিনিই প্রথম আমেরিকার প্রেসিডেন্ট যাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন।
নিউইয়র্কের আদালতে ঘুষ কেলেঙ্কারি, ব্যবসায়িক নথি জাল সংক্রান্ত মামলা, ক্যাপিটল হিল সহিংসতায় নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টা মামলা এবং হোয়াইট হাউজের নথি সংক্রান্ত মোট চারটি ফৌজদারি মামলা ও ৩৪টি অপরাধমূলক অভিযোগ দায়ের করা হয়েছে, যেগুলোতে ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
এক নজরে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলাগুলো –
নিউ ইয়র্ক ঘুষ মামলা-
নিউ ইয়র্কে ব্যবসায়িক নথি জাল সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে ওঠা ৩৪ টি অপরাধমূলক অভিযোগে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
চলতি বছরের মে মাসে নিউ ইয়র্কের এক আদালত তাকে একজন অ্যাডাল্ট ফিল্মস্টারকে মুখবন্ধ রাখার জন্য টাকা দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত করেছিল।
৬ জানুয়ারির মামলা-
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয় মেনে নিতে না পেরে, সেই নির্বাচনি ফল বদলে ফেলার জন্য জোরদার প্রচেষ্টা চালিয়েছিলেন। সেকারণে স্পেশাল কাউন্সেল বা বিশেষ কৌশুলি জ্যাক স্মিথ , ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন।
গোপনীয় নথি সংক্রান্ত মামলা-
প্রথম দফায় হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর গোপনীয় নথি সঠিকভাবে ‘হ্যান্ডল’ করা হয়নি বলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে তারও নেতৃত্বে রয়েছেন জ্যাক স্মিথ।
ডোনাল্ড ট্রাম্পের ‘মার-এ-লাগোর’ বাড়িতে সংবেদনশীল নথি সংরক্ষণ এবং সেই নথি পুনরুদ্ধার করার চেষ্টার ক্ষেত্রে বিচার বিভাগকে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।
মামলার দায়িত্বপ্রাপ্ত বিচারক আইলিন ক্যানন জুলাই মাসে অভিযোগগুলো খারিজ করে দেন। বিচারকের যুক্তি ছিল এই মামলার নেতৃত্ব দেওয়ার জন্য বিচার বিভাগ যথাযথভাবে জ্যাক স্মিথকে নিযুক্ত করেনি। সঙ্গত, বিচারক আইলিন ক্যাননকে নিয়োগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পই। এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন স্মিথ।
জর্জিয়া নির্বাচনী মামলা-
জর্জিয়াতেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে ২০২০ সালে সেখানকার ভোটের ফলাফল বদলে ফেলার চেষ্টার কারণে। এই মামলা একাধিক বাধার সম্মুখীন হয়েছে। এর মধ্যে রয়েছে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিসকে ‘অযোগ্য’ বলে ঘোষণার চেষ্টা।
ফানি উইলিসকে এই মামলার সঙ্গে যুক্ত থাকার অনুমতি দেওয়া উচিত কিনা সে বিষয়টি এখন আদালতে বিবেচনাধীন।
তবে, যেহেতু ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে চলেছেন, তাই এ মামলার ফয়সালা হতে দেরি হতে পারে বা সম্ভবত খারিজও হয়ে যেতে পারে।
প্রথম মুসলিম বিজ্ঞানী কে ছিলেন?
মুসলমান বিজ্ঞানীদের মধ্যে প্রথম বিজ্ঞানী ছিলেন 'মুহাম্মাদ ইবনে মুসা আল-খওয়ারিজমি (780 - 850) তিনি ছিলেন একজন পারস্য গণিতবিদ, জ্যোতির্বিদ, জ্যোতিষী ভূগোলবিদ এবং বাগদাদের হাউস অফ উইজডমের একজন পণ্ডিত। তিনি 780 সালের কাছাকাছি সময়ে পারস্যে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ ইবনে মুসা আল-খাওয়ারিজমি'। ছিলেন তিনRead more
মুসলমান বিজ্ঞানীদের মধ্যে প্রথম বিজ্ঞানী ছিলেন ‘মুহাম্মাদ ইবনে মুসা আল-খওয়ারিজমি (780 – 850)
See lessতিনি ছিলেন একজন পারস্য গণিতবিদ, জ্যোতির্বিদ, জ্যোতিষী ভূগোলবিদ এবং বাগদাদের হাউস অফ উইজডমের একজন পণ্ডিত। তিনি 780 সালের কাছাকাছি সময়ে পারস্যে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ ইবনে মুসা আল-খাওয়ারিজমি’। ছিলেন তিনি একাধারে ভূগোলবিদ, জ্যোতির্বিদ, গণিতবিদ ও দার্শনিক ছিলেন।
সবচেয়ে বড় বিজ্ঞানী কে?
স্যার আইজাক নিউটন (ইংরেজি: Sir Isaac Newton; ৪ জানুয়ারি ১৬৪৩ - ৩১ মার্চ ১৭২৭) কে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়। তিনি ছিলেন একাধারে প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক এবং আলকেমিস্ট।
স্যার আইজাক নিউটন (ইংরেজি: Sir Isaac Newton; ৪ জানুয়ারি ১৬৪৩ – ৩১ মার্চ ১৭২৭) কে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়। তিনি ছিলেন একাধারে প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক এবং আলকেমিস্ট।
See lessপ্রথম বাঙালি বিজ্ঞানীর নাম কি?
ভারতবর্ষে আধুনিক বিজ্ঞান প্রচলনের পথিকৃৎ ছিলেন বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। এই উপমহাদেশে তিনিই পরীক্ষামূলক বিজ্ঞানচর্চা (এক্সপেরিমেন্টাল সায়েন্স) শুরু করেছিলেন। বিজ্ঞানের নানা ক্ষেত্রে তাঁর বিচরণ ছিল, বিশেষ করে জীব পদার্থবিদ্যা, জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান ও পুরাতত্ত্ব নানা শাখায় তিনি কাজ করেছিলেনRead more
ভারতবর্ষে আধুনিক বিজ্ঞান প্রচলনের পথিকৃৎ ছিলেন বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। এই উপমহাদেশে তিনিই পরীক্ষামূলক বিজ্ঞানচর্চা (এক্সপেরিমেন্টাল সায়েন্স) শুরু করেছিলেন। বিজ্ঞানের নানা ক্ষেত্রে তাঁর বিচরণ ছিল, বিশেষ করে জীব পদার্থবিদ্যা, জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান ও পুরাতত্ত্ব নানা শাখায় তিনি কাজ করেছিলেন।
See lessইলন মাস্ক এর বর্তমান সম্পদের পরিমান কত?
ইলন মাস্ক একজন দক্ষিণ আফ্রিকান প্রকৌশলী ও প্রযুক্তি খাতের উদ্যোক্তা। তার মা একজন কানাডিয়ান ও বাবা একজন দক্ষিণ আফ্রিকান। তিনি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা, বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পণRead more
ইলন মাস্ক একজন দক্ষিণ আফ্রিকান প্রকৌশলী ও প্রযুক্তি খাতের উদ্যোক্তা। তার মা একজন কানাডিয়ান ও বাবা একজন দক্ষিণ আফ্রিকান। তিনি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা, বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পণ্য প্রকৌশলী।
একই সাথে ইলন মাস্ক সোলারসিটির চেয়ারম্যান, দি বোরিং কোম্পানির প্রতিষ্ঠাতা, নিউরালিংকের সহ-প্রতিষ্ঠাতা, ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং পেপ্যালের একজন সহ-প্রতিষ্ঠাতা।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়াও তিনি হাইপারলুপ নামক কল্পিত উচ্চ গতিসম্পন্ন পরিবহন ব্যবস্থার উদ্ভাবক। ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বড় হয়েছেন।
১৯৮৮ সালে তিনি সতের বছর বয়সে কুইনস বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার উদ্দেশ্যে কানাডা গমনের পূর্বে প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ে অল্প সময়ের জন্য লেখাপড়া করেছিলেন।
দুই বছর কুইন্স বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পর পেন্সিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন এবং অর্থনীতি ও পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রী অর্জন করেন।
২০১৮ সালে ইলন মাস্ক ‘ফেলো অব দি রয়্যাল সোসাইটি’ নির্বাচিত হন। একই বছর ফোর্বস সাময়িকী ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি’ তালিকায় ২৫ তম স্থানে তার নাম ঘোষণা করে।
২০১৯ সালে ফোর্বসের ‘আমেরিকার সবচেয়ে উদ্ভাবনী নেতৃত্ব’ তালিকায় যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন। ২০২১ সালের ৮ই জুন পর্যন্ত ইলন মাস্ক বিশ্বের ২য় বিলিয়নিয়ার এবং তার মোট সম্পত্তির পরিমাণ ১৫১ বিলিয়ন মার্কিন ডলার।
২০২৩ সালে আবারও বিশ্বের শীর্ষ ধনীর স্বীকৃতি পেয়েছেন ইলন মাস্ক তখন তার সম্পদের পরিমাণ ছিল ১৯ হাজার ২০০ কোটি ডলার।
ইলন মাস্ক বর্তমানে ২১১ বিলিয়ন মার্কিন ডলার এর মালিক। যা বাংলাদেশী টাকায় হয় ২১৩৭৮৩৩,০১০০০০০ বা ২১৩৭৮৩৩ কোটি ১ লক্ষ টাকা। যা প্রায় আড়াই লক্ষ কোটি টাকার কাছাকাছি। ইলন মাস্কের প্রতি সেকেন্ড এ ইনকাম হয় ১৪২৫ ডলার বা ১ লক্ষ ৪৫ হাজার টাকার কাছাকাছি।
See lessজরায়ু টিকার নিবন্ধন কিভাবে করতে হয় ?
১০ থেকে ১৪ বছর বয়সী; অর্থাৎ পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত মেয়ে শিক্ষার্থীরা বিনা মূল্যে জরায়ু টিকা নেওয়ার জন্য www.vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন নম্বর দ্বারা নিবন্ধন করতে হবে। তবে যাদের অনলাইন জন্মনিবন্ধন সনদ নেই, তাদেরও বিশেষভাবে তালিকাভুক্ত করে টিকা দেওয়া হবে।
১০ থেকে ১৪ বছর বয়সী; অর্থাৎ পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত মেয়ে শিক্ষার্থীরা বিনা মূল্যে জরায়ু টিকা নেওয়ার জন্য http://www.vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন নম্বর দ্বারা নিবন্ধন করতে হবে। তবে যাদের অনলাইন জন্মনিবন্ধন সনদ নেই, তাদেরও বিশেষভাবে তালিকাভুক্ত করে টিকা দেওয়া হবে।
See lessলেবু পানি কখন খাওয়া উচিত ?
লেবু–পানি খাওয়ার সঠিক কোনো নিয়মকানুন নেই। চাহিদামতো যেকোনো সময় খেতে পারেন। তাই আপনার জীবনযাপন এবং শরীরের অবস্থার বুঝে লেবু–পানি খাওয়ার সময় ঠিক করে নিন। তবে আর যা–ই করুন, একদম খালি পেটে লেবু–পানি খাবেন না। খালি পেটে লেবু–পানির অম্লতা ভালোর বদলে খারাপ প্রভাব ফেলতে পারে। এ ছাড়া এটি দাঁতের জন্য ক্ষতিকরRead more
লেবু–পানি খাওয়ার সঠিক কোনো নিয়মকানুন নেই। চাহিদামতো যেকোনো সময় খেতে পারেন। তাই আপনার জীবনযাপন এবং শরীরের অবস্থার বুঝে লেবু–পানি খাওয়ার সময় ঠিক করে নিন। তবে আর যা–ই করুন, একদম খালি পেটে লেবু–পানি খাবেন না। খালি পেটে লেবু–পানির অম্লতা ভালোর বদলে খারাপ প্রভাব ফেলতে পারে। এ ছাড়া এটি দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে। তাই লেবু–পানি খাওয়ার পর কুলকুচি করে নেওয়া ভালো। এতে দাঁতের এনামেলের ক্ষতি হবে না। উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে নিয়মিত লেবু–পানি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
See lessখুসখুসে বিরক্তিকর কাশির ঔষধ কোনটি ?
Bukof Syrup (২ চামচ করে দিনে ৩ বার।) আদা চা খান, লেবু খান, ভাল থাকুন।
Bukof Syrup (২ চামচ করে দিনে ৩ বার।)
আদা চা খান, লেবু খান, ভাল থাকুন।