বিষন্নতাজনিত অসুস্থতায় ঘুম, বিশেষত মানসিক দুশ্চিন্তায় ঘুম এবং মূত্রের বেগ ধারণে অক্ষমতা বিশেষত শিশুদের রাত্রিকালীন শয্যায় মূত্রত্যাগের চিকিৎসায় amilin 10 ব্যবহৃত হয়। এমিলিন খাওয়ার নিয়ম- বিষন্নতায় : ২৫-৫০ মি.গ্রা. প্রতিদিন বিভক্তমাত্রায় ও একক মাত্রায় ঘুমানাের পূর্বে। রাত্রিকালীন শয্যায় মূত্রRead more
বিষন্নতাজনিত অসুস্থতায় ঘুম, বিশেষত মানসিক দুশ্চিন্তায় ঘুম এবং মূত্রের বেগ ধারণে অক্ষমতা বিশেষত শিশুদের রাত্রিকালীন শয্যায় মূত্রত্যাগের চিকিৎসায় amilin 10 ব্যবহৃত হয়।
এমিলিন খাওয়ার নিয়ম-
বিষন্নতায় : ২৫-৫০ মি.গ্রা. প্রতিদিন বিভক্তমাত্রায় ও একক মাত্রায় ঘুমানাের পূর্বে।
রাত্রিকালীন শয্যায় মূত্রত্যাগ: ৬-১০ বছর: ১০২০ মি.গ্রা. ঘুমানাের পূর্বে।
১১-১৬ বছর: ২৫-৫০ মি.গ্রা. ঘুমানাের পূর্বে ৩ মাস পর্যন্ত।
পার্শ্বপ্রতিক্রিয়া-
রক্ত চাপ কমে যাওয়া, সিনকোপ, tবুক ধড়ফড় করা, হেলুসিনেশন, আলােক সংবেদনশীলতা, মাথা ঝিম ঝিম করা, দুর্বলতা, অবসাদ এবং ওজন কমে যাওয়া।
সতর্কতা-
ইহা মৃগীরােগের ইতিহাস আছে এমন রােগীদের ক্ষেত্রে, গ্লুকোমা, মূত্র প্রতিবন্ধকতা, কার্ডিয়াক অসুস্থতা, বহুমূত্র, গর্ভাবস্থায়, যকৃতের অস্বাভাবিকতা, থায়রয়েড সমস্যা, ইন্ট্রাঅকুলার প্রেসার বৃদ্ধিজনিত সমস্যা এবং মানসিক অসুস্থতার ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।
অতিরিক্ত ব্যাবহারের জন্য নয়। চিকিৎসক অনুযায়ী সেব্য।
See less
আয়ান নামের অর্থ কি ?
আয়ান নামের আরবি অর্থ হলো: আল্লাহর পক্ষ থেকে উপহার। আয়ান নামের বাংলা অর্থ: খোদার পক্ষ থেকে উপহারস্বরূপ, ঈশ্বরের পক্ষ থেকে রত্ন। আয়ান নামের বাংলা অর্থ: সময়, যুগ, কাল, বয়স।
আয়ান নামের আরবি অর্থ হলো: আল্লাহর পক্ষ থেকে উপহার। আয়ান নামের বাংলা অর্থ: খোদার পক্ষ থেকে উপহারস্বরূপ, ঈশ্বরের পক্ষ থেকে রত্ন। আয়ান নামের বাংলা অর্থ: সময়, যুগ, কাল, বয়স।
See lessxyril 25 এর কাজ কি ?
Xyril 25 ঔষধটি মেফেনামিক এসিড দিয়ে তৈরি। এটি একটি ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ, যা সাধারণত নিম্নলিখিত কারণে ব্যবহৃত হয়: হালকা থেকে মাঝারি ধরণের ব্যথা, যেমন: মাথাব্যথা, মাংসপেশির ব্যথা, দাঁতের ব্য০থা ইত্যাদি উপশম করতে ব্যবহৃত হয়। মাসিকের সময়ের ব্যথা (ডিসমেনোরিয়া) এবং অন্যান্Read more
Xyril 25 ঔষধটি মেফেনামিক এসিড দিয়ে তৈরি। এটি একটি ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ, যা সাধারণত নিম্নলিখিত কারণে ব্যবহৃত হয়:
হালকা থেকে মাঝারি ধরণের ব্যথা, যেমন: মাথাব্যথা, মাংসপেশির ব্যথা, দাঁতের ব্য০থা ইত্যাদি উপশম করতে ব্যবহৃত হয়। মাসিকের সময়ের ব্যথা (ডিসমেনোরিয়া) এবং অন্যান্য প্রকারের মাসিকের সঙ্গে সম্পর্কিত অস্বস্তি কমাতে ব্যবহৃত হয়।আর্থ্রাইটিসের মতো প্রদাহজনিত অবস্থার জন্যও এটি ব্যবহৃত হয়।
See lessমোনাস 10 এর কাজ কি?
Monas- 10 or 5 এজমা /হাঁপানি রোগের প্রধান ঔষধ, ব্যপক সেবন করা হয় । কিন্তু এছাড়াও যাদের নাকের প্রদাহ, কফ কাশি ইত্যাদি ঠান্ডা জনিত সমস্যা আছে তাদের সাময়িক ভাবে সাধারণত ১০ দিন বা ১ মাস সেবন করতে দেওয়া হয়। আর যদি এজমা থাকে তবে সবসময়।
Monas- 10 or 5 এজমা /হাঁপানি রোগের প্রধান ঔষধ, ব্যপক সেবন করা হয় । কিন্তু এছাড়াও যাদের নাকের প্রদাহ, কফ কাশি ইত্যাদি ঠান্ডা জনিত সমস্যা আছে তাদের সাময়িক ভাবে সাধারণত ১০ দিন বা ১ মাস সেবন করতে দেওয়া হয়। আর যদি এজমা থাকে তবে সবসময়।
See less007 mane ki ?
জেমস বন্ড সিনেমায় জেমস হচ্ছেন ব্রিটিশ সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস এর একজন সদস্য। এদের কাজ হচ্ছে বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নানা অভিযানে অংশ নেয়া। এখানে বন্ডকে এজেন্ট ০০৭ বলা হয় কারণ এটা হচ্ছে তাঁর আইডি নাম্বার, অর্থাৎ ০০১, ০০২ এভাবে আরও বেশ কয়েকজন এজেন্ট রয়েছেন এই সংস্থায়। এই আইডিগুলোর প্রথম দুইRead more
জেমস বন্ড সিনেমায় জেমস হচ্ছেন ব্রিটিশ সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস এর একজন সদস্য। এদের কাজ হচ্ছে বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নানা অভিযানে অংশ নেয়া। এখানে বন্ডকে এজেন্ট ০০৭ বলা হয় কারণ এটা হচ্ছে তাঁর আইডি নাম্বার, অর্থাৎ ০০১, ০০২ এভাবে আরও বেশ কয়েকজন এজেন্ট রয়েছেন এই সংস্থায়। এই আইডিগুলোর প্রথম দুই অংক ০০ এর মানে হচ্ছে এই এজেন্টদের সবারই দায়িত্বের প্রয়োজনে হত্যা করার অনুমোদন রয়েছে। পরের অংক ১, ২ বা জেমস এর ক্ষেত্রে ৭ হচ্ছে এজেন্ট নাম্বার।
এখন এক কথায় বললে ০০৭ = সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের ৭ নম্বর সদস্য যার হত্যা করার অনুমোদন বা লাইসেন্স রয়েছে।
See lessইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ কি?
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন এর অর্থ হলো- "আমরা আল্লাহর এবং অবশ্যই আমরা আল্লাহর দিকে ফিরে যাব।" এই আরবি ( إنا لله وإنا إليه راجعون )আয়াতটি সাধারণত কোন বিপদ বা শোকের সময় বলা হয়ে থাকে। এটি আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাঁর নিকট ফিরে যাওয়ার স্বীকৃতি। একটু বিশদভাবে, এর অর্থ - ইন্না লিল্লাহি (إِنRead more
১ মিটার সমান কত ফুট ?
১ মিটার সমান ৩.২৮০৮৪ ফুট।
১ মিটার সমান ৩.২৮০৮৪ ফুট।
See less১ ভরি কত গ্রাম
১ ভরি = ১১.৬৬৪ গ্রাম।
১ ভরি = ১১.৬৬৪ গ্রাম।
See less