দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪
১. বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্টিত হয়?
উত্তর: ৭ জানুয়ারী ২০২৪ ইং।
২. ৭ জানুয়ারী ২০২৪ ইং তারিখে বাংলাদেশের কততম সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্টিত হয়?
উত্তর: দ্বাদশ ।
৩. বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম কি?
উত্তর: কাজী হাবিবুল আউয়াল।
৪. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট কত শতাংশ ভোট পড়েছে?
উত্তর: ৪১.৮ শতাংশ।
৫. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল কোনটি?
উত্তর: আওয়ামীলীগ (২২২টি আসনে)
৬. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ এ জাতীয় পার্টি কতটি আসন পায়?
উত্তর: ১১ টি।
৭. বাংলাদেশে মোট নিবন্ধিত দল কতটি?
উত্তর: ৪৪ টি।
৮. বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী কে?
উত্তর: শেখ হাসিনা।
৯. মন্ত্রী সভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কতজন?
উত্তর: ১১ জন।
১০. মন্ত্রী সভায় টেকনোক্র্যাট মন্ত্রীর সংখ্যা কতজন?
উত্তর: ২ জন।
১১.
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
০১. ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাকে কী বলা হয়?
উত্তরঃ ম্যাস র্যাপিড ট্রানজিট / Mass Rapid Transit (MRT)।
০২. মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কী?
উত্তরঃ যোগাযোগ ভিত্তিক ট্রেন নিয়ন্ত্রণ পদ্ধতি / Communications-based train control (CBTC) system
০৩. ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ২৬ জুন ২০১৬।
০৪. প্রথম দফায় ঢাকা মেট্রোরেল বা এমআরটি-৬ লাইনের দৈর্ঘ্য কত ছিল?
উত্তরঃ ২০ দশমিক ১০ কিলোমিটার।
০৫. ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কী?
উত্তরঃ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
০৬. DMTCL বা ঢাকা মেট্রোরেল ট্রানজিড কোম্পানি কবে গঠিত হয়?
উত্তরঃ ২০১৩ সালের ৩ জুন।
০৭. RSTP এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Revised Strategic Transport Plan.
০৮. RSTP অনুযায়ী কয়টি ম্যাস র্যাপিড প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা আছে?
উত্তরঃ ৫টি।
০৯. মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় কবে?
উত্তর : ১৯ জুলাই ২০২২।
১০. মেট্রোরেলের নির্মাণকাজ পরিচালনা করছে কোন কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ থাইল্যান্ডের প্রতিষ্ঠান ইতালিয়ান- থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড ও চায়নার সিনোহাইড্রো করপোরেশন।
১১. ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২১ দশমিক ২৬ কিলোমিটার।
১২. মেট্রোরেলের স্টেশনসংখ্যা প্রথমে কত ছিল?
উত্তরঃ ১৬টি।
১৩. সংশোধিত প্রকল্পে বর্তমানে স্টেশনসংখ্যা হবে কতটি?
উত্তরঃ ১৭টি।
১৪. ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কী?
উত্তরঃ দিল্লি মেট্রোরেল করপোরেশন।
১৫. মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ কত তারিখ উদ্বোধন করা হয়?
উত্তর: ২৮ ডিসেম্বর ২০২২ ইং
Leave a comment