বিগত ২০ বছরের পরীক্ষায় আসা বিসিএস পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং উত্তর
- আর্যদের ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর : বেদ - বাংলার প্রাচীনতম জনপদ কোনটি?
উত্তর : পুণ্ড্র - ১৯৬৬ সালের ৬ দফার কয়টি দফা অর্থনীতিবিষয়ক ছিল?
উত্তর : ৩টি - ‘Untranquil Recollections : The Years of Fulfilment’ শীর্ষক গ্রন্থটির লেখক কে?
উত্তর : রেহমান সোবহান - ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
উত্তর : ৮ নম্বর - মুজিবনগর সরকারের অর্থনীতিবিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?
উত্তর : তাজউদ্দীন আহমদ - ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
উত্তর : ৮ নম্বর - মুজিবনগর সরকারের অর্থনীতিবিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?
উত্তর : তাজউদ্দীন আহমদ - প্রাচীন বাংলার ‘সমতট’ বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?
উত্তর : কুমিল্লা ও নোয়াখালী - নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়নি?
উত্তর : ২০১৫ - বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
উত্তর : ১৯৯৮ - বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ‘বার্ষিক আর্থিক বিবৃতি’র কথা উল্লেখ করা হয়েছে?
উত্তর : ৮৭ - বাংলাদেশ কত সালে ওআইসির সদস্যপদ লাভ করে?
উত্তর : ১৯৭৪ - বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়?
উত্তর : ২ টাকা - বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
উত্তর : মূল্য সংযোজন কর - বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন—
উত্তর : অ্যাটর্নি জেনারেল - কোনটি সাংবিধানিক পদ নয়?
উত্তর : চেয়ারম্যান, মানবাধিকার কমিশন - ‘সেকেন্ডারি মার্কেট’ কিসের সঙ্গে সংশ্লিষ্ট?
উত্তর : চাকরি বাজার - বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ছিল?
উত্তর : এ কে এম আব্দুর রউফ - বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
উত্তর : ১৮ - কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সঙ্গে বাংলাদেশে কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ইনসেপটা - ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন—
উত্তর : আবদুল্লাহ মোহাম্মদ সাদ - তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?
উত্তর : ২০০৯ - ‘বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
উত্তর : পাট - একনেকের প্রধান কে?
উত্তর : প্রধানমন্ত্রী - ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?
উত্তর : সাদেক হোসেন খোকা - বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
উত্তর : ২৮(২) - নিপোর্ট (NIPORT) কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান?
উত্তর : জনসংখ্যা গবেষণা - ওরাওঁ জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?
উত্তর : রাজশাহী-দিনাজপুর - ‘ম্যানিলা’ কোন ফসলের উন্নত জাত?
উত্তর : তামাক - প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’ বলতে কী বোঝায়?
উত্তর : বিরোধী দল - ‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সঙ্গে সংশ্লিষ্ট?
উত্তর : বৌদ্ধধর্ম - বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?
উত্তর : রাজশাহী - সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর :পাবনা - কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে - বাংলাদেশের বৃহত্তম হাওড়-
উত্তর : হাকালুকি - সিলেটের প্রাচীন নাম ছিল –
উত্তর : জালালাবাদ - তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
উত্তর : ডাউকি - ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগলিক নাম?
উত্তর : পটুয়াখালী - পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?
উত্তর : চাঁদপুর - বলিশিরা ভ্যালি’ কোথায় অবস্থিত?
উত্তর : মৌলভীবাজার - আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?
উত্তর : সাঙ্গু নদী - বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
উত্তর : মহেশখালী - বাংলাদেশর মোট সীমান্ত দৈর্ঘ্য –
উত্তর : ৪৭১৯ কি.মি. - বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
উত্তর : কক্সবাজার - ড.মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ –
উত্তর : ভাষাবিজ্ঞানী - বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
উত্তর : জানুয়ারি - দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তর : হাড়িয়াভাঙ্গা - বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী ?
উত্তর : সাধু রীতি - ’হিমছড়ি’ কোন শহরের নিকট অবস্থিত?
উত্তর : কক্সবাজার - বাংলা ভাষায় সর্বপ্রথম যতিচিহ্নের প্রচলন করেন কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কোনগুলো?
উত্তর : ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব - বাংলা ব্যাকরণের বয়স কত?
উত্তর : ২৫০ বছরের বেশি - ইন্টারপোলের সদরদপ্তর কোথায়?
উত্তর : লিও - শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়?
উত্তর : দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে - বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি-
উত্তর : পায়রা - রামপাল বিদ্যুৎকেন্দ্রটি কোন জেলায় অবস্থিত-
উত্তর : বাগেরহাট - দেশের প্রথম নারী উপাচার্য কে?
উত্তর : ফারজানা ইসলাম - বাংলাদেশে বর্তমানে উচ্চ শিক্ষায় নারী শিক্ষার্থীর হার কত শতাংশ?
উত্তর : ৪৮% - EPI প্রোগ্রামে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেয়া হয়?
উত্তর : ১০টি - বায়ু বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন - সম্প্রতি বিশ্বব্যাংকের দেশ অঞ্চলের শ্রেণিকরণে উচ্চ মধ্যম আয় থেকে নিম্ন মধ্যম আয়ে অবনতি ঘটে কোন দেশের?
উত্তর : জর্ডান - সর্বশেষ জনশুমারি অনুযায়ী দেশে পুরুষ ও নারীর অনুপাত কত-
উত্তর : ৯৮.৪: ১০০ - জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে-
উত্তর : মশা - দেশের নবম ইপিজেড কোন জেলায় স্থাপিত হবে-
উত্তর : পটুয়াখালী - বাংলাদেশ কোন দেশ হতে সবচেয়ে বেশি কয়লা আমদানি করে-
উত্তর : ইন্দোনেশিয়া - ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান’ এর সময়সীমা কত সাল পর্যন্ত-
উত্তর : ২১০০ - বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্পন্সর কোন মোবাইল কোম্পানি?
উত্তর : রবি - শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সম্প্রতি ভারতের কোন পদক পেয়েছেন-
উত্তর : পদ্মশ্রী - ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কী-
উত্তর : চন্দ্রযান-৩ - দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার কত?
উত্তর : ৬৩.৩% - দেশের প্রথম মেট্রোরেল MRT Line-6 এর মোট স্টেশন কয়টি?
উত্তর : ১৬ - মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমনি’ এর পরিচালক কে?
উত্তর : হুমায়ূন আহমেদ - প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে?
উত্তর : রাশিয়া - ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি?
উত্তর : এডিস - দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি?
উত্তর : ৪৫৭৯ - ফিফা বিশ্বকাপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে-
উত্তর : যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো - বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করেছে-
উত্তর : পোলিও, ফাইলেরিয়া ও কালাজ্বর - কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়-
উত্তর : টেলিগ্রাফ - জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকোর্ড কোনটি-
উত্তর : ১৬১৫২ - প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি-
উত্তর : ৪৯৫টি - ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা-
উত্তর : ৭ম - সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল-
উত্তর : কাতার - ২০২৪ সালে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সুখীতম দেশ কোনটি-
উত্তর : ফিনল্যান্ড - সর্বশেষ বিশ্বশান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : ফিনল্যান্ড - বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
উত্তর : শিল্প - বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে?
উত্তর : সংযুক্ত আরব আমিরাত - ইউনিয়ন পরিষদ সচিব পদের বর্তমান নাম কী?
উত্তর : ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। (পূর্বের নাম ছিলো ইউনিয়ন পরিষদ সচিব) - বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে?
উত্তর : চীন। - দূষিত নদী হিসাবে বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে কোনটি?
উত্তর : বুড়িগঙ্গা নদী । - BIMSTEC এর সনদ কার্যকর হয় কত তারিখ থেকে ?
উত্তর : ২০২৪ সালের মে ২০ তারিখ থেকে। - দূষিত নদী হিসাবে বিশ্বের প্রথম স্থানে রয়েছে কোনটি?
উত্তর : চিতারুম নদী, ইন্দোনেশিয়ার। - বিশ্বের সবচেয়ে বেশি বার্লি উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর : রাশিয়া। - স্পেনের রাজধানীর নাম কি?
উত্তর : মাদ্রিদ। - তাজিকিস্তান হিজাব ও ঈদের ছুটি নিষিদ্ধ করে কত সালে?
উত্তর : ২০২৪ সালের ২০ জুন। - “ল্যান্ড লর্ড পোর্ট” এ যুক্ত হয় বাংলাদেশের কোন বন্দর?
উত্তর : চট্টগ্রাম বন্দর। - হ্যারি পটার বই সিরিজের লেখক কে
উত্তর : J.K. রাউলিং। - আমাদের সৌরজগতের কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত?
উত্তর : মঙ্গল। - টেলিফোন কে আবিস্কার করেন?
উত্তর : আলেকজান্ডার গ্রাহাম বেল - মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?
উত্তর : ত্বক - চাঁদে সর্বপ্রথম কে হেঁটেছিলেন?
উত্তর : নিল আর্মস্ট্রং - দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি
উত্তর : আমাজন নদী। - কোন প্রাণীটিকে “মরুভূমির জাহাজ” বলা হয়?
উত্তর : উট - জাপানের মুদ্রা কি?
উত্তর : জাপানি ইয়েন - পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি?
উত্তর : আফ্রিকার সাহারা মরুভূমি। - ২০২৪ সালে “ট্রি ‘অব পিস’ পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি?
উত্তর : ড. মুহম্মদ ইউনূস । - ২০২৪ইং সালের মার্চ মাসে নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা কত জন?
উত্তর : ১২,১৮,৫০,১৬০ জন। - সিঙ্গেল সেল জিনোমিক ডেটা সংশ্লেষণ উদ্ভাবন করেন কোন প্রতিষ্ঠান?
উত্তর : চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সর্ব প্রথম উদ্ভাবন করেন)।
Leave a comment