বাংলাদেশ থেকে অনলাইনে ইন্ডিয়ান প্রোডাক্ট কেনার সবচেয়ে ভালো উপায় কি?

বাংলাদেশ থেকে অনলাইনে ইন্ডিয়ান প্রোডাক্ট কেনার সবচেয়ে ভালো উপায় কি?

সানজিদা আপু, বাংলাদেশ থেকে আসলে অনলাইনে ইন্ডিয়ান প্রোডাক্ট কেনাটা খুব জটিল। সবচেয়ে ভালো হয় যদি আপনার ইন্ডিয়াতে রিলেটিভ থাকে। তাকে বলতে পারেন ইন্ডিয়া থেকে কিনে প্রোডাক্টটা আপনাকে পাঠিয়ে দিতে। অথবা কেউ ইন্ডিয়াতে বেড়াতে যাওয়ার সময় তার হাতে টাকা দিয়ে দিতে পারেন। কিন্তু অনলাইনে যদি কিনতে চান তাহলে বেশ ঝামেলায় পড়বেন। আমার নিজের খুব বেশি বাজে অভিজ্ঞতা আছে এই নিয়ে। আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে পণ্য কেনার জন্য। সেই জন্য আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকতে হবে। বাংলাদেশে বসে একটা কার্ড যোগার করা বেশ জটিল। সেই সাথে কার্ডে টাকা লোড করতেও খবর হয়ে যাবে। কারণ টাকা থেকে সরাসরি ডলারে কনভার্ট করার কোন লিগাল সিস্টেম আমাদের দেশে নেই। তাছাড়া কেনার পর সেই পণ্য বর্ডার থেকে ছাড়িয়ে আনতে গেলে মেলা টাকা ট্যাক্স দেওয়া লাগবে! তবে অনলাইনে ইন্ডিয়ান জিনিস কেনার খুব ভাল একটা উপায় হচ্ছে কোন ফরেইন প্রোডাক্ট আমদানিকারক ডিলার শপের সাথে যোগাযোগ করেন। তারা নিজস্ব চ্যানেলে আপনার পণ্য এনে দেবে। এতে করে আপনার খরচ একদমই কম পড়বে। বাংলাদেশে TopAllBrand.com সাইট ইন্ডিয়া থেকে পণ্য কিনে এনে বাংলাদেশে বিক্রি করে বলে জানি। আপনি তাদের মাধ্যমে আপনার প্রোডাক্ট আনতে পারবেন।  আশাকরি আপনার উপকার করতে পেরেছি। আর একটা ব্যাপারে সাবধান করে দেই – এই সব ক্ষেত্রে প্রচুর চিটার বাটপার এজেন্ট নাম নিয়ে প্রতারনা করে টাকা হাতিয়ে নিচ্ছে।  একটু সাবধানে লেনদেন করবেন।

Answered on February 23, 2017.

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.