কিছু বই এর শেষে কেন ফাঁকা পৃষ্ঠা রাখে?

যে কারণে বইয়ের শেষে কিছু খালি পৃষ্টা থাকে তার কারণ নিম্নে সংক্ষিপ্ত আকারে ব্যখ্যা করার চেষ্টা করলাম :

আন্তর্জাতিকভাবে সাধারণত এটি একটি মুদ্রণ কৌশল। ব্যবসায়িক কারণে কোন একটি বই ছাপানোর সময় সাধারণত বড় কাগজে ছাপাতে হয়। এরকম একটি কাগজে সাধারণত ৮ ,১৬ বা ৩২ টি পৃষ্টা ছাপানো হয়ে থাকে। পরবর্তীতে এটিকে যখন বাধাঁনোর কাজে ভাঁজ করা হয় তখন এগুলো এক একটি গুচ্ছে পরিণত হয় এবং এরকম একাধিক গুচ্ছের সমন্বয়ে তৈরী হয় একটি পূর্ণাঙ্গ বই। এবার ধরুন ১০ টি গুচ্ছ নিয়ে তৈরী একটি বই যার প্রতিটি গুচ্ছে ৩২টি পৃষ্টা আছে অর্থাৎ মোট পৃষ্টা সংখ্যা হল ১০ x ৩২ = ৩২০ পৃষ্টা। কিন্ত বইয়ের লিখিত বা মুদ্রিত মোট পৃষ্টা সংখ্যা হল ৩১৭। সুতরাং অবশিষ্ট ৩ পৃষ্টা খালি থেকে যাবে।

Answered on October 1, 2016.

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.