আপনার কাজের জন্য কোন ল্যাপটপ পারফেক্ট ?

Laptop Price in Bangladesh

বর্তমানে ল্যাপটপ ছাড়া আমাদের চলা একেবারেই অসম্ভব। যদিও আমরা দৈনন্দিন কাজের অনেকটাই আমরা আমাদের স্মার্ট ফোনের মাদ্ধমে করে থাকি। তারপরও কিছু কিছু কাজ এমন থাকে যেগুলোর জন্য ল্যাপটপ থাকে বাঞ্চনীয়। তাছাড়া বর্তমানে আমাদের দেশে অনেকেই ফ্রীলাঞ্চিং এর বিভিন্ন কোর্স করে স্বাবলম্বী হচ্ছেন। ফ্রিলাঞ্চিং করার জন্য কিন্তু অবশ্যই আপনার ল্যাপটপ থাকতে হবে।

আবার দেখা যাচ্ছে যাদের অফিসের অনেক ওয়ার্ড ফাইলের কাজ থাকে যেগুলো বাসায় এসেও করতে হয়। তাহলে কিন্তু এই ক্ষেত্রে একটা ল্যাপটপ থাকা বাঞ্ছনীয় ।

একটা ল্যাপটপে অনেক ধরনের কাজ করার সুযোগ থাকে এবং ল্যাপটপের প্রসেসরের উপর ডিপেন্ড করে কাজ করার ক্ষমতা আলাদা আলাদা হয়।

তাহলে আপনার কাজের জন্য কোন ল্যাপটপ টা লাগবে ?

প্রথমে আপনাকে দেখতে হবে আপনার প্রধান কাজ কি হবে ল্যাপটপটা দিয়ে। এই ক্ষেত্রে যদি আপনার কাজ হয়ে থাকে নরমাল বাসায় ব্যাবহার করার জন্য সেই সাথে আপনি ওয়েবসাইট ব্রাউজ করবেন এবং নরমাল মুভি দেখার জন্য। এবং আপনার বাজেট যদি হয় ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকা , আপনি সেলেরন ডুয়াল কোর অথবা বর্তমানে কোর আই থির ১১ জেনারেশনের ল্যাপটপ গুলো মার্কেটে চলে এসেছে। আপনার পছন্দের ব্র্যান্ডের এই যে কোন প্রসেসরের একটা ল্যাপটপ নিয়ে নিতে পারেন ।

এখন যদি আপনার কাজ হয় মোটামুটি ফ্রিলাঞ্চিং , সেই সাথে আপনি ফটোশপের কাজ এবং ইলাস্ট্রাটরের কাজ করেন বেশি। সেই সাথে আরও কিছু ভারী সফটওয়্যারের কাজ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই নুন্নতম কোর আই ফাইভ জেনারেশন প্রসেসরের একটা ল্যাপটপ নিতে হবে। বর্তমান মার্কেটে কোর আই ফাইভের ১১ জেনারেশনের ল্যাপটপ গুলো মার্কেটে চলে এসেছে। এই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ নিতে। কারন ১০ জেন ল্যাপটপ থেকে ১১ জেন ল্যাপটপের কাজ করার ক্ষমতা অনেকাংশেই বেশি, এবং ১১ জেন প্রসেসরে ইন্টারনাল গ্রাফিক্স দেওয়া থাকে যেটার মাধ্যমে আপনি টুকটাক গেমিং ও কিন্তু করতে পারবেন ।

ফাইনালি, যারা গেমিং করেন, আপনাদের জন্য কেমন ল্যাপটপ হলে ভালো হয় ?

প্রথমেই বলে নেই যদি আপনারা হার্ড কোর গেমার হয়ে থাকেন এবং অনেক ট্রাভেল করে থাকেন তাদের টার্গেট করে গেমিং ল্যাপটপ গুলো বানানো হয়।

তার মানে এই না যে আপনি এই ল্যাপটপে শুধু গেমিং ই করতে পারবেন। গেমিং ল্যাপটপ গুলো মূলত বেশি লোডের কাজ করতে পারে এবং এদের প্রসেসর থেকে শুরু করে গ্রাফিক্স কার্ড সব কিছুই এমন ভাবে কনফিগ করা থাকে যাতে আপনি এতে আপনার কাজের পরিধি যতুই হোক না কেন, এই ল্যাপটপে আপনি অনায়াসে কাজ করে নিতে পারবেন।

মূলত গেমিং ল্যাপটপ গুলর জন্য আপনাকে নুন্নতম ৮৫০০০ টাকা থেকে বাজেট করতে হবে এবং আপনার কনফিগারেশান অনুযায়ী আপনার বাজেট আরও যোগ করতে হতে পারে। বর্তমানে রাইজেন ৫ এবং ৭ জেনারেশানের নতুন প্রসেসর গুলো দিয়ে মার্কেটে অনেক ল্যাপটপ পাবেন এবং সেই সাথে লেটেস্ট গ্রাফফিক্স কার্ড আর টি এক্স ৩০৫০ টি আই দিয়ে ল্যাপটপ গুলো মার্কেটে পেয়ে যাবেন।

এবং আমাদের টেকল্যান্ডে গেমিং থেকে শুরু করে সব ধরনের গেমিং ল্যাপটপ এভাইলেবল আছে সেই সাথে প্রতিটা ল্যাপটপের সাথেই আপনারা পেয়ে যাবেন ক্যাশব্যাক

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.