আমার কম্পিউটারে যেকোনো সফটওয়্যারে ঢুকলে শুধু একটা সফটওয়্যারে ঢুকে যায়।
যেমন আমি মাইক্রসফট ওয়ার্ডে ঢুকলে ফটোশপে ঢুকে যায়।
যে সফটওয়্যারেই ঢুকিনা কেন ফটোশপে ঢুকে যায়। কারনটা বুঝলাম না কিভাবে ঠিক করবো
সব অ্যাপ্লিকেশন এর আইকন গুলো ফটোশপের আইকন হয়ে গেছে।
প্লিজ সমাধান দিন।
এধরণের যেকোনো সফটওয়্যার সম্পর্কিত সমস্যা গুলোর সমাধান এর জন্য আপনি প্রথমেই চেষ্টা করবেন ইন্টারনেট থেকে সাহায্য নেয়ার। এতে করে আপনি নির্ভুল সমাধান পেতে পারেন। এছাড়া আমি মনে করি আপনি কয়েকটা ধাপ অনুসরণ করে এ সমস্যা সমাধান করার চেষ্টা করতে পারেন। যেমন ধরুন , আপনি সফটওয়্যার টি আনইন্সটল করে তারপর আবার ইন্সটল করে দেখতে পারেন, অথবা সফটওয়্যার টি রিস্টার্ট করতে পারেন এবং আরেকটি কাজ যেটা করতে পারেন সেটি হচ্ছে আপনার ল্যাপটপ/ কম্পিউটার রিস্টার্ট করে দেখতে পারেন। আশা করছি আপনার সমস্যা সমাধান হবে।
আপনি নিকটস্থ কম্পিউটার সার্ভিস কেন্দ্রে যেয়ে সমাধান পেতে পারেন অথবা নতুন করে উইন্ডোস দেন এবং ক্র্যাক সফ্টওয়্যার ব্যবহার থেকে বিরত থাকেন