গত মাসে একটা ইন্ডিয়ান শারী অর্ডার দিয়েছিলাম। হাতে আসার পর দেখি সেটি রেপ্লিকা। ৮হাজার টাকা খরচ করে ১২০০ টাকার রেপ্লিকা হাতে পেলাম। ওরা আমাকে টাকাও ফেরত দিল না। আমি জানতে চাই এমন কি কোন ওয়েবসাইট আছে যারা শুধু আরিজিনাল পণ্য সেল করে , নাকি সব ওয়েব সাইটই এমন ভুয়া ??
আমি নিজেও অনলাইনে কেনাকাটা করি। আমি নিজেও অনেকবার প্রতারনার শিকার হই। গত মাসে একটা পান্জাবী নেই। সাইজে মিলল না। পাল্টিয়ে দিতে বললে বলল যে কেনার সময় কেন সাইজের কথা বলি নাই। অথচ সেখানে সাইজের কোন অপশন ছিল না। আমার ৩হাজার টাকা পুরাই জলে গেল। তবে সব সাইট একই নয়। কিছু ভাল সাইট আছে যারা অনেক ভাল সার্ভিস দেয়। কিছুদিন আগে একটা সাইট থেকে ইন্ডিয়ান পান্জাবী অর্ডার দেই। তারা আমাকে পান্জাবীর সাথে সাথে ব্র্যান্ডের রিসিটও দিল। ওয়েব সাইটে যেমনটা দেখে অর্ডার দিলাম হুবহু তেমটাই আমার বাসায় এসে দিয়ে গেল। সাইটের লিংক টা দিলাম। দেখে নিতে পারেন Online Shopping Bd
টপ অল ব্র্যান্ড এর প্রডাক্টগুলো আসেলই অনেক ভাল। এরা সব অরজিনাল জিনিস বিক্রি করে।
কিছু কিছু ওয়েব সাইট আছে খুবই বাজে । তবে নতুন কি সাইট আছে যাদের বিশ্বস করে কিনা যায়।