প্রশ্ন এবং উত্তর করার নিয়মাবলী:
প্রশ্ন কিংবা উত্তর লেখার সময় আপনাকে অবশ্যই নিম্নোক্ত নিয়মাবলী নিয়মাবলী মেনে লিখতে হবে।
- আপনার লেখা অবশ্যই বাংলা ভাষায় হতে হবে। বাংলা ব্যতীত অন্য কোন ভাষায় করা প্রশ্ন বা উত্তর পাবলিশ করা হবে না।
- শব্দ বা বাক্যে বানানের শুদ্ধতা আবশ্যক।
- যে কোন ধরনের প্রমোশনাল প্রশ্ন/উত্তর বা লিংকযুক্ত লেখা পোষ্ট করা যাবে না এ ধরনের লেখা মুছে দেয়া হবে।
- ব্যাক্তি, গোষ্টি, দল, ধর্মীয় বা রাজনৈতিক ইস্যুতে কটাক্ষ, তির্যক বা বিতর্কিত মন্তব্য বা মতামত, মানহানিকর কিংবা অবমাননা করা হয় এমন লেখা সমুহ প্রকাশ যোগ্য বলে বিবেচিত হবে না।
- প্রশ্ন অবশ্যই অর্থপুর্ণ এবং পুর্ণাঙ্গ আকারে করবেন, প্রয়োজনে বিস্তারিত বিবরন সহ প্রশ্ন করুন।
- কপি পেষ্ট করা কোন প্রশ্ন/উত্তর গ্রহনযোগ্য হবে না।
- অনির্ভরযোগ্য কোন তথ্য সম্বলিত প্রশ্ন/উত্তর গ্রহনযোগ্য নয়।