স্থলভাগের আয়তন : ১৪ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার বর্গ কি.মি. (মোট আয়তনের ২৯.১%)।
জলভাগের আয়তন : ৩৬ কোটি ১৪ লাখ ১৯ হাজার বর্গকিমি (মোট আয়তনের ৭০.৯%)।
সমুদ্র এলাকার আয়তন : ৩৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার বর্গকিমি ।
উপকূলীয় রেখার আয়তন : ৩ লাখ ৫৬ হাজার বর্গকিমি ।
সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এভারেস্ট, উচ্চতা ৮৮৫০ মিটার ।
সর্বোনিন্ম বিন্দু : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ, যা সমুদ্র সমতল থেকে ২৫৫৫ মিটার গভীর । সামুদ্রিক এলাকায় সর্বনিন্ম বিন্দু প্রশান্ত মহা সাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যা ১০,৯২৪ মিটার বা ৩৫,৮৪০ ফুট গভীর ।
স্থলসীমা : ২ লাখ ৫০ হাজার ৪৭২ কিমি ।
সর্বাধিক সীমান্তবেষ্টিত দেশ : ২ টি – চীন ও রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমান্তবেষ্টিত) ।
পানির প্রকারভেদ : দুই প্রকার (৯৭% লবণাক্ত, ৩% সুপেয়) ।