প্রযুক্তিক বিষয়ে

#Python 🐍🐍🐍🐍🐍🐍
বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপটে বেশ কিছু হট টেকনোলজি হল বিগ ডাটা, আইওটি,ডাটা সাইন্স,মেশিন লার্নিং, আরটিফিশিয়িাল ইনটেলিজেন্স, আর এই কাজ গুলির সাধারণত পাইথন প্রোগ্রামিং এর সাথে সম্পর্কিত
এখন আমি এই বিষয় গুলি মাথায় রেখে পাইথন শিখতে চাইতেছি ,কিন্তু পাইথন শেখার জন্য নাকি ডাটা স্ট্রাকচার আর জটিল আ্যলগরিদম,জটিল ডিসক্রীট ম্যাথ,ট্রী জানা লাগে। আমি কম্পিউটাহ হতে ডিপ্লোম পাশ করেছি কিন্তু পড়ালেখা ফাঁকিবাজী করার কারনে আ্যলগরীদম ডাটা স্ট্যাকচার এই গুলি ভালো করো না বুঝে কোন রকম পাশ করে বের হয়েছি খুব কঠিন লাগে এই গুলি । আমি চাইতেছি উপরের যে কোন একটি বিষয় শিখতে কিন্ত ওই বিষয় গুলি না শিখে পাইথন এর দিকে এগুনো যায় কি? নাকি ডাটা স্ট্রাকচার আর জটিল আ্যলগরিদম,জটিল ডিসক্রীট ম্যাথ,ট্রী এই গুলি ছাড়া পাইথন কল্পনা করা যায়া না? দয়া করে একটু জানাবেন ভাইয়ারা , আর যদি সহজ উপায়ে এই গুলি শেখা যায়া তাহলে তার সোর্স দিয়েন

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.