প্রথমে কি বলে শুরু করব???
আমি আমার খালাত বোনের মেয়েকে খুব ভালোবাসি ইসলামে আমাদের বিয়ে করাটা জায়েজ আছে আমি তা জানি,, কিন্তু তাকে কিভাবে প্রথমে ব্যাপারটা বুঝিয়ে বলবো এবং কিভা বে তাকে প্রপোজ করলে গ্রহণ করবে??? সবশেষে কিভাবে তাকে বুঝিয়ে রাজি করানো যেতে পারে?? আপনারা জানেনই তো,,, আমাদের সমাজের প্রাই মানুষই তা জানেনা যে আমাদের বিয়ে করাটা জায়েজ আছে। আমি যাকে ভালোবাসি সেও জানেনা এই বিয়ে বৈধতার ব্যাপারে,,,, এখন আমি তাকে কিভাবে বুঝাব যে আমাদের বিয়ে করাটা জায়েজ আছে, নাকি আগে প্রপোজ করবো??? আগে প্রপোজ করাটা কি ঠিক হবে??