এক্সেল এর সাহায্যে সমাধান প্রয়োজন

আমরা জানি এক্সেল এর সাহায়্যে অনেক হিসাব সহজে করা যায়। আমি একটি হিসাব নিচে দিলাম। যদি কেহ জানেন তবে এক্সেল এর কোন ফর্মুলায় এটি করতে পারব একটু জানাবেন।

 

একজন মালিক তার পণ্য বিক্রি বৃদ্ধি করার জন্য সেলস ম্যানদের জন্য নিম্নে উল্লেখিত শর্তে পুরস্কার ঘোষনা করেন:

১। প্রথম ২৫০ টাকা পর্যন্ত মোট বিক্রির উপর ০% লাভ পাবে।

২। পরবর্তী ৪০০ টাকা পর্যন্ত বিক্রির উপর ৫% লাভ পাবে।

৩। পরবর্তী ৫০০ টাকা পর্যন্ত বিক্রির উপর  ১০% লাভ পাবে।

৪। অবশিষ্ট বিক্রির উপর  ১৫% লাভ পাবে।

 

উপরের শর্তানুযায়ী যদি একজন সেলসম্যান ১৫০০ টাকার পণ্য বিক্রয় করে তবে সে পাবে

১। ২৫০            —        =          ০.০০ টাকা

২। ৪০০            ৫%      =          ২০.০০ টাকা

৩। ৫০০           ১০%     =          ৫০.০০ টাকা

৪। ৩৫০           ১৫%     =          ৫২.৫০ টাকা

মোট                             =          ১২২.৫০ টাকা

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.