kizirmo's Profile

9
Points

Questions
1

Answers
3

  • Asked on February 23, 2017 in কম্পিউটার.

    কত আগের ডাটা? সময়টা বললে উত্তর দেয়া ইজি হয়। ৬ মাস কিংবা ১ বছরের ডাটা হলে কিছু সফটওয়ার আছে যা রিকভার করতে পারবে ডাটা। এর চেয়ে বেশি দেরি হলে কোন ভাল এক্সপার্ট এর সাথে মিট করতে হবে।

    • 3032 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on February 23, 2017 in ইন্টারনেট.

    প্রিয় আনিকা,  একটু আগে সানজিদা আপু কাছাকাছি একটা প্রশ্ন করেছেন। উনাকে উত্তর দিয়েছি। আপনার প্রশ্নেও একই উত্তর যায়। সানজিদা আপু খুঁজছিলেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে বসে পণ্য কেনার সুযোগ। আসলে বাংলাদেশে বসে শুধু ইন্ডিয়া নয়, বিদেশী কোন সাইট থেকেই পণ্য কেনার কোন সহজ সুযোগ নেই। আপনাকে নানান সমস্যার মুখোমুখি হতে হবে। অনলাইনে পেমেন্ট করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা হবে। কোন সাইটে সরাসরি টাকায় পেমেন্ট করা যায় না। আপনাকে পেমেন্ট করতে হবে ডলারে,  টাকা থেকে ডলারে কনভার্ট করতে গিয়ে আরেক মহা মুছিবতে পড়বেন। তাই দেশের কোন ডিলার বা আমদানিকারক থেকে কেনাটা বুদ্ধিমানের কাজ। আপনি টপ অল ব্র্যান্ড ডট কম সাইট থেকে ভালো মানের বিদেশী ড্রেস, ইলেকট্রনিক পণ্য সহ আরো অনেক কিছু কিনতে পারবেন। আরো সুবিধা হচ্ছে যে আপনি চাইলে আপনার পছন্দের যেকোনো পণ্য বিদেশ থেকে এদের সাহায্যে কিনে আনতে পারবেন।

    • 4023 views
    • 6 answers
    • 0 votes
  • Asked on February 23, 2017 in ইন্টারনেট.

    সানজিদা আপু, বাংলাদেশ থেকে আসলে অনলাইনে ইন্ডিয়ান প্রোডাক্ট কেনাটা খুব জটিল। সবচেয়ে ভালো হয় যদি আপনার ইন্ডিয়াতে রিলেটিভ থাকে। তাকে বলতে পারেন ইন্ডিয়া থেকে কিনে প্রোডাক্টটা আপনাকে পাঠিয়ে দিতে। অথবা কেউ ইন্ডিয়াতে বেড়াতে যাওয়ার সময় তার হাতে টাকা দিয়ে দিতে পারেন। কিন্তু অনলাইনে যদি কিনতে চান তাহলে বেশ ঝামেলায় পড়বেন। আমার নিজের খুব বেশি বাজে অভিজ্ঞতা আছে এই নিয়ে। আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে পণ্য কেনার জন্য। সেই জন্য আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকতে হবে। বাংলাদেশে বসে একটা কার্ড যোগার করা বেশ জটিল। সেই সাথে কার্ডে টাকা লোড করতেও খবর হয়ে যাবে। কারণ টাকা থেকে সরাসরি ডলারে কনভার্ট করার কোন লিগাল সিস্টেম আমাদের দেশে নেই। তাছাড়া কেনার পর সেই পণ্য বর্ডার থেকে ছাড়িয়ে আনতে গেলে মেলা টাকা ট্যাক্স দেওয়া লাগবে! তবে অনলাইনে ইন্ডিয়ান জিনিস কেনার খুব ভাল একটা উপায় হচ্ছে কোন ফরেইন প্রোডাক্ট আমদানিকারক ডিলার শপের সাথে যোগাযোগ করেন। তারা নিজস্ব চ্যানেলে আপনার পণ্য এনে দেবে। এতে করে আপনার খরচ একদমই কম পড়বে। বাংলাদেশে TopAllBrand.com সাইট ইন্ডিয়া থেকে পণ্য কিনে এনে বাংলাদেশে বিক্রি করে বলে জানি। আপনি তাদের মাধ্যমে আপনার প্রোডাক্ট আনতে পারবেন।  আশাকরি আপনার উপকার করতে পেরেছি। আর একটা ব্যাপারে সাবধান করে দেই – এই সব ক্ষেত্রে প্রচুর চিটার বাটপার এজেন্ট নাম নিয়ে প্রতারনা করে টাকা হাতিয়ে নিচ্ছে।  একটু সাবধানে লেনদেন করবেন।

    • 3462 views
    • 1 answers
    • 0 votes